ভালবাসার রঙ: প্রথম দিনেই ২৫ লাখ!




ঢাকাই নতুন চলচ্চিত্র ভালবাসার রঙমুক্তির প্রথম দিনেই আয় করেছে ২৪ লাখ ৮৭ হাজার ৬শ৭৫ টাকা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহীন-সুমন পরিচালিত এই সিনেমার মাধ্যমে বাপ্পী-মাহি জুটির অভিষেক হয়েছে।

সিনেমাটির প্রযোজক শীষ মনোয়ার বলেন, ‘ডিজিটাল সিনেমা ভালোবাসার রঙ এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি আয়ের সিনেমা বেদের মেয়ে জোসনার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। রাজধানীর সিনেমা হলগুলোতে অসংখ্য দর্শক টিকেট না পেয়ে ফিরে গেছেন।



শীষ মনোয়ার গ্লিটজকে বলেন, ‘দেশের ৫০টি হলের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড। পর্যায় ক্রমে আছে রাজধানীর সনি ও জোনাকী সিনেমা হল। শেরপুরে ৫ অক্টোবর সন্ধ্যার পর রাস্তা-ঘাটে ব্যাপক ট্রাফিক জ্যাম হয়েছে কেবল এই সিনেমার জন্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শক টিকেট কিনেছেন। এই সাফল্য কেবল আমার প্রতিষ্ঠানের নয়, গোটা চলচ্চিত্রের।

সিনেমার পরিচালক শাহিন-সুমন বলেন, ‘আমরা নিজেরাই অভিভূত।

সুমন আরো বলেন, ‘প্রচলিত ফর্মূলার বাইরে নির্মিত এ সিনেমাটি হলবিমুখ দর্শকদেরও হলে নিয়ে আসবে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুব্রত, কাবিলা, জেসমিন, রেবেকা এবং অমিত হাসান। সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মিলা এবং এতে পারফর্ম করেছেন লাক্স তারকা বিপাশা

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Borgata Hotel Casino & Spa - DRMCD
    Borgata Hotel 창원 출장마사지 Casino & Spa - Atlantic City, NJ. Map. 포항 출장안마 Borgata Hotel Casino & Spa, 강원도 출장마사지 Atlantic City NJ. 계룡 출장샵 Borgata Hotel 창원 출장마사지 Casino & Spa - Atlantic City, NJ.

    ReplyDelete