বলিউডি অভিনেত্রী আনুশকা
শর্মা বললেন পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার স্বপ্ন তার পূরণ হয়েছে।
অবশেষে ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’ সিনেমার মধ্য দিয়ে প্রিয়
পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন আনুশকা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘মকবুল’ এবং ‘ওমকারা’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ এবার কমেডি ধাঁচের একটি সিনেমা
তৈরি করছেন যার নাম ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’ এবং এতে অভিনয় করবেন
আনুশকা শর্মা।
২৪ বছর বয়সী আনুশকাকে
সিনেমাটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখানে তার চরিত্রটির নাম ‘বিজলি’। এটি একটি সাধারণ মেয়ের চরিত্র যে নিজের আবেগ-অনুভূতিগুলো
ঠিকমতো প্রকাশ করতে পারে না। তিনি আরও বলেন, গল্পটা এতো মজার যে প্রথম
যখন শোনেন তখন আনুশকা হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন!
‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’ ছাড়াও আরও দুটি সিনেমার
কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনুশকা, এর মধ্যে একটি হল পরিচালক
রাজকুমার হিরানির ‘পিকে’ এবং অভিনেতা রনবীর কাপুরের বিপরীতে সিনেমা ‘বম্বে ভেলভেট’।
0 comments:
Post a Comment