সুপার
হিরো সুপার হিরোইন বিজয়ী লামিয়া মিমো এবারে চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে অভিনয় করছেন। তিনি ৩০
সেপ্টেম্বর রবিবার সাফি উদ্দিন সাফি পরিচালিত নির্মাণাধীন সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান। সিনেমাটিতে একটি
বিশেষ চরিত্রে দেখা যাবে মিমোকে।
এ
প্রসঙ্গে মিমো বলেন, ‘এ সিনেমাতে আমার চরিত্রটি প্রধান চরিত্র নয় ঠিক, আবার অতিথি চরিত্রও নয়। আমার চরিত্রটির
একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পুরো সিনেমার কাহিনীর মোড় ঘুরে যায়। অভিনয়ের যথেষ্ট
সুযোগ আছে এ চরিত্রে।
এছাড়াও
এ সিনেমায় অভিনয় করছেন আব্দুর রাজ্জাক, আনোয়ারা, সুব্রত, দিতি, শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, সাজু খাদেম প্রমুখ।
উল্লেখ্য,
মিমো সুপার হিরোইন খেতাব জেতার পর এফ আই মানিক পরিচালিক ‘এক জবান’ এবং মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত ‘কিং খান’ সিনেমায় অভিনয় করেন।
0 comments:
Post a Comment