মাইকেল জ্যাকসনের মৃত্যু থেকে অনেক অর্থ আয় করা যাবে- সম্প্রতি এমনসব কথোপকথন পাওয়া গেছে একটি প্রযোজনা সংস্থার ইমেইল থেকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
মৃত্যুর পর তার অ্যালবাম এবং অসম্পূর্ণ কনসার্ট ‘দিস ইজ ইট’-এর ডকুমেন্টারি বিক্রির মধ্য দিয়ে অনেক অর্থ আয় সম্ভব- এ বিষয়েই আলোচনা করা হয়েছিলো সেসব মেইলে। অ্যানশেটজ এন্টারটেইনমেন্ট গ্রুপের (এইজি) ডিরেক্টর র্যান্ডি ফিলিপসের মেইল থেকে এসব কথা জানা গেছে।
তাদের আলোচনা থেকে জানা যায়, জ্যাকসনের কামব্যাক কনসার্ট হিসাবে পরিচিত ‘দিস ইজ ইট’-এর প্রস্তুতি নিয়ে যে ডকুমেন্টারিটি তৈরি হয়, সেটি মাইকেলের মৃত্যুর পর বিপুল পরিমানের অর্থ আয়ের একটি মাধ্যম হয়ে দাঁড়ায় এইজি-এর জন্য। তার মৃত্যুর পর এইজি ‘দিস ইজ ইট’ ডকুমেন্টারিটি বিক্রি করে ২৬ কোটি ডলার আয় করে।
নাম গোপন রাখা এক ব্যক্তিকে লেখা ওই মেইলে র্যান্ডি জানিয়েছিলেন, ‘এমজের (মাইকেল জ্যাকসন) মৃত্যু দুঃখজনক। কিন্তু জীবন তো এজন্য থেমে থাকবে না। তার নামের পণ্যগুলো, ডকুমেন্টারি, প্রদর্শনীর টিকেট-এসব থেকে এইজি অনেক অর্থ আয় করবে।’
0 comments:
Post a Comment