সাম্প্রতিক এক জরিপের মাধ্যমে বলিউডি অভিনেত্রী কারিনা কাপুরকে ‘মোস্ট সেক্সিয়েস্ট লেডি’ হিসেবে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ম্যাক্সিম’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
খবরটি শুনে বিষ্ময় প্রকাশ করে কারিনা বলেছেন, ‘নিজেকে সবসময় আবেদনময়ী ভাবতে পারাটা বিস্ময়ের ব্যাপার। আর এমন ঘোষণা যদি আসে ‘ম্যাক্সিম’-এর কাছ থেকে, যারা একজন নারীর প্রকৃত আবেদনময়তা ধরতে পারে, তখন এটা হয় আরো ভালো।’
কারিনা আরো বলেছেন, ‘আমার কাছে, আবেদনময়তা হলো, একজন নারীর ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরতে পারা। আর তাই, আমাকে যারা আবেদনময়ী বিবেচনা করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং অবশ্যই তাদের এই সম্ভাষণটিকে প্রশংসা হিসেবেই গ্রহণ করছি আমি।’
0 comments:
Post a Comment