হলিউডি অভিনেত্রী এমা ওয়াটসন খুব ভালোভাবেই জানেন, আর দশটা হলিউডি অভিনেত্রীর মতো নিখুঁত শারীরিক গঠনের অধিকারী নন তিনি। তবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
কন্ট্রাক্টমিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘হ্যারি পটার’ খ্যাত ২২ বছর বয়সি এ অভিনেত্রী নিখুঁত শারীরিক গঠনের তুলনায় মডেলদের মতো হালকা-পাতলা শারীরিক গঠনই বেশি পছন্দ করেন। তবে তার শারীরিক গঠনের কারণে তেমন আকর্ষণীয় ফিগার তৈরি করা সম্ভব নয়।
এমা বলেন, ‘বড় হবার পর থেকেই চাইতাম যেন আমার ফিগার র্যাম্প মডেলদের মতো হয়। কিন্তু আমার শরীরের গঠন তেমন নয়। আর সবকিছুর পর আমাদের নিজের যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ফিগার বরাবরই ৬ থেকে ১০-এর মধ্যে ওঠানামা করে। তাই আমি সবসময়ই নিজেকে বোঝাতাম আমি একজন মানুষ, আর মানুষ কখনোই নিখুঁত হতে পারে না। কারণ, মানুষকে তো আর পুতুলের মতো করে বানানো হয়নি। আর তাই সুন্দর ফিগার আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
0 comments:
Post a Comment