Catherine, Duchess of Cambridge is the wife of Prince William, Duke of Cambridge, and a member of the British Royal Family.
ফ্যাশন টপচার্টে কেট মিডলটনের লন্ডন
ফ্যাশন আইকন হিসেবে বৃটিশ রাজবধু কেট মিডলটনের উত্থানের সঙ্গে মিল রেখেই যেন ‘টপ গ্লোবাল ফ্যাশন ক্যাপিটাল’-এর খেতাবটি এবার অর্জন করেছে লন্ডন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘দি গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর’ সম্প্রতি তাদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ক্যাপিটাল হিসেবে এবছর তালিকার প্রথমেই আছে লন্ডন। এ ছাড়াও নিউ ইয়র্ক রয়েছে দ্বিতীয় স্থানে এবং বার্সেলোনা, প্যারিস এবং মাদ্রিদ তালিকায় স্থান পেয়েছে তৃতীয় থেকে পঞ্চমে।
তবে তালিকার প্রথম সারির কোথাও নেই ভারতের মুম্বাই কিংবা দিল্লির নাম। অন্যান্য ফ্যাশন সচেতন শহরগুলোর ভিড়ে এবার মুম্বাই এবং দিল্লির স্থান হয়েছে যথাক্রমে ৩৮ এবং ৪৮ নম্বরে।
এ ছাড়াও এশিয়ার ছয়টি শহর রয়েছে এই তালিকায়। শহরগুলো হলো হংকং, সিঙ্গাপুর, টোকিও, সাংহাই, ব্যাংকক এবং সিউল।
kate middleton Profile
Born: January 9, 1982 (age 30), Reading
Spouse: Prince William, Duke of Cambridge (m. 2011)
Siblings: Pippa Middleton, James William Middleton
Parents: Carole Elizabeth Middleton, Michael Francis Middleton
Education: University of St Andrews, Marlborough College
Movies: Prince William & Kate: The Royal Romance, William & Kate: Planning a Royal Wedding
0 comments:
Post a Comment