সম্প্রতি তৈরি হয়েছে টেলিফিল্ম ‘একটি স্ক্রিপ্ট ও কিছু খোলা পাতা’। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না। টেলিফিল্মটিতে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন সজল এবং দীপার ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারি মম।
মুন্না টেলিফিল্মটির বিষয়ে বলেন, আজিজ মার্কেটের উপরে একটা মেসে রুদ্র ভাড়া থাকে। টিউশনি করে আর শর্ট ফিল্ম বানায় মাঝে মধ্যেই। একদিন হঠাৎ করেই একটা টিভি নাটকের স্ক্রিপ্ট লেখার কাজ পেয়ে যায় সে। জমা দিতে হবে দুই দিনের মধ্যেই। কিন্তু বাসায় ফিরে দেখে, সে তার চাবি হারিয়ে ফেলেছে, মেস মেম্বারাও কেউ নেই। অগত্যা রাস্তায় ঘুরে ফিরে চলতে থাকে তার লেখা। মনের মধ্যে ঘুরে ফিরে আসে তার গুরুর স্মৃতি। মনে পড়ে দীপার কথা, তার সাথে প্রথম পরিচয়, বন্ধুত্ব ইত্যাদি। কিন্তু এর ফাঁকেই একটার পর একটা যন্ত্রণা শুরু হয়। রুদ্রর মনে হয় আজকে পুরো পৃথিবী তার স্ক্রিপ্ট লেখায় বাধা দিতে চাইছে। ঘটতে থাকে একের পর এক অঘটন। সময় চলে যেতে থাকে। একেবারে শেষ মুহুর্তে রুদ্র রওনা দেয় অসমাপ্ত স্ক্রিপ্টটা পৌঁছে দিতে। শুরু হয় আরেকটি গল্প।
টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন জহির উদ্দিন পিয়ার, তারেক মাহমুদ, সুলতান সেলিম, সম্রাট প্রমুখ।
টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি ও সম্পাদনা করেছেন হাসানুজ্জামান রবিন।
প্রযোজনা প্রতিষ্ঠান ইফেক্টরির ব্যানারে নির্মিত ‘একটি স্ক্রিপ্ট ও কিছু খোলা পাতা’ প্রচারিত হবে ৬ সেপ্টেম্বর রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।
0 comments:
Post a Comment