ঈদে ১০টি নাটকে অভিনয় করেছি, ২টি সিনেমা মুক্তির অপেক্ষায় : জয়া



এবার ঈদে অভিনেত্রী জয়া আহসান বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন এর পাশাপাশি তিনি কলকাতা এবং বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করছেন মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা এসব নিয়ে দূর আলাপনে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান

ঈদের জন্য কয়টি কাজ করেছেন?

ঈদে সুমন আনোয়ারেরএবং অতঃপর’, অনিমেষ আইচেরবুমেরাং’, তানভীর হোসেন প্রবালেরদেঁজড়ু’, রবিউল আলম রবিরট্রেসলেস’- চারটি নাটক বাংলাভিশনে দেখা যাবে নূরুল আলম আতিকেরনা কমলা, না মেহেরজানএবং সুমন ধরেরতপুর সাইকেলপ্রচারিত হবে চ্যানেল নাইনে মাহমুদ দিদারেরচন্দ্রাবতীর লটারিপ্রচারিত হবে এনটিভিতে এছাড়াওদে দৌড়এবংঅনুপস্থিত চিহ্নসহ আরো একটি আছে সবমিলিয়ে ১০টি নাটকে অভিনয় করেছি, দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে


নাটকগুলো সম্পর্কে মূল্যায়ন শুনতে চাই?
সব নাটকে যে ঈদের আগে আগে শুটিং করেছি তা নয় অনেক আগে করা কাজও এবার ঈদে প্রচারিত হবে এজন্য সংখ্যা বেশি মনে হচ্ছে সব টি নাটক-টেলিফিল্মের গল্পই মানসম্মত

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কিছু বলুন?
কিছুদিন আগে শেষ করলামপূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীএটি পরিচালনা করেছেন মোহাম্মদ সাফি এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে ঈদের পর মুক্তি পাবে রেদওয়ান রনি পরিচালিতচোরাবালি এতে আমার সঙ্গে আছেন কলকাতার ইন্দ্রনীল আগামী পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চলচ্চিত্রআবর্ত এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল


কলকাতায় আপনার অভিনয় কেমন চলছে?

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক অরিন্দম শীল আমার বেশ প্রশংসা করেছেন কলকাতা থেকে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছি তবে আমি এখন আবর্ত সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছি ভারতীয় সিনেমাতে নিয়মিত হওয়ার বিষয়টি এই সিনেমার সাফল্যের ওপরই নির্ভর করবে







Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment