এবার ঈদে অভিনেত্রী জয়া আহসান বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি কলকাতা এবং বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দু’টি সিনেমা। এসব নিয়ে দূর আলাপনে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।
ঈদের জন্য কয়টি কাজ করেছেন?
ঈদে সুমন আনোয়ারের ‘এবং অতঃপর’, অনিমেষ আইচের ‘বুমেরাং’, তানভীর হোসেন প্রবালের ‘দেঁজড়ু’, রবিউল আলম রবির ‘ট্রেসলেস’- এ চারটি নাটক বাংলাভিশনে দেখা যাবে। নূরুল আলম আতিকের ‘না কমলা, না মেহেরজান’ এবং সুমন ধরের ‘তপুর সাইকেল’ প্রচারিত হবে চ্যানেল নাইনে। মাহমুদ দিদারের ‘চন্দ্রাবতীর লটারি’ প্রচারিত হবে এনটিভিতে। এছাড়াও ‘দে দৌড়’ এবং ‘অনুপস্থিত চিহ্ন’সহ আরো একটি আছে। সবমিলিয়ে ১০টি নাটকে অভিনয় করেছি, দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
নাটকগুলো সম্পর্কে মূল্যায়ন শুনতে চাই?
সব নাটকে যে ঈদের আগে আগে শুটিং করেছি তা নয়। অনেক আগে করা কাজও এবার ঈদে প্রচারিত হবে। এজন্য সংখ্যা বেশি মনে হচ্ছে। সব ক’টি নাটক-টেলিফিল্মের গল্পই মানসম্মত।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কিছু বলুন?
কিছুদিন আগে শেষ করলাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ এটি পরিচালনা করেছেন মোহাম্মদ সাফি। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান। দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ঈদের পর মুক্তি পাবে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’। এতে আমার সঙ্গে আছেন কলকাতার ইন্দ্রনীল। আগামী পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চলচ্চিত্র ‘আবর্ত’। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।
কলকাতায় আপনার অভিনয় কেমন চলছে?
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক অরিন্দম শীল আমার বেশ প্রশংসা করেছেন। কলকাতা থেকে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছি। তবে আমি এখন আবর্ত সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছি। ভারতীয় সিনেমাতে নিয়মিত হওয়ার বিষয়টি এই সিনেমার সাফল্যের ওপরই নির্ভর করবে।
0 comments:
Post a Comment