‘জিসম টু’-এর সাম্প্রতিক সাফল্যের পর এবারে বলিউডি মূলধারার চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে চান সানি লিওন। আর তাই আগামী দু’বছর ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান অভিনেত্রী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসেস-এর।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমটিকে সানি বলেছেন, ‘আমার পূর্ণ মনযোগ এখন বলিউডের দিকেই। এখানে আমি সব ধরনের ভূমিকায়, বিশেষ করে অর্থপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করতে চাই। বলিউডের মূলধারার চলচ্চিত্রের সফল একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই আমি।’
৩১ বছর বয়সি সানি আরো জানান, ‘বলিউডে এই সাফল্য পেতে আগামী দু’বছর আমি ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানেই থাকবো, এবং বলিউডে আমার সামর্থের ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করতে চাই।’
কানাডাতে জন্ম নেওয়া পাঞ্জাবী পরিবারের মেয়ে সানি বিশ্বের শীর্ষস্থানীয় পর্নো তারকা হিসেবে এর আগে ম্যাক্সিম ম্যাগাজিনের শীর্ষ ১২-এর তালিকায় উঠে আসেন। সেই সুবাদে রিয়ালিটি টিভি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকেই পরিচালক-প্রযোজক মহেশ ভাটের নজরে আসেন এবং পরবর্তীতে বলিউডি সিনেমা ‘জিসম টু’-এর মূল নারীচরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
Bangla Film History বাংলা সিনেমার ইতিহাস
0 comments:
Post a Comment