স্যাটেলাইট টিভি চ্যানেল ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর বাজারে আসা নিত্যনতুন গাড়ির সবিস্তার বর্ণনার অনুষ্ঠান ‘সুপার কারস’-এর নতুন পর্ব উপস্থানায় দেখা যাবে অভিনেত্রী ইশা গুপ্তাকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
‘ন্যাশনাল জিওগ্রাফিক’ চ্যানেলের এই অনুষ্ঠানটি সারাবিশ্বেই জনপ্রিয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গাড়ি তৈরির প্রযুক্তি ও তৈরির সময়ের অজানা গল্প জানা যাবে ইশার মুখ থেকে। এ ছাড়াও থাকবে পৃথিবীসেরা গাড়ি নিয়ে চালকদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণের প্রতিযোগিতা।
ইশা এ বিষয়ে বলেছেন, ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর ‘সুপার কারস’ অনুষ্ঠান দিয়ে টিভিতে অভিষেক হবে আমার; এর চেয়ে ভালো আর কি হতে পারে! আমি যে গাড়ি বা উত্তেজনাপূর্র্ণ কাজের প্রতি প্রচণ্ডভাবে আকর্ষণ বেধ করি, তা অনেকেই জানে না। পরবর্তী সেশন থেকে ‘সুপার কারস’-এর মাধ্যমে দারুণসব গাড়ির চালকের আসনে বসবো আমি।’
ইশার উপস্থাপনার এই অনুষ্ঠানটি দেখা যাবে এই বছরের নভেম্বর মাস থেকে।
0 comments:
Post a Comment