Bangladeshi Film History , Part 01


বাংলাদেশ এর সিনেমার ইতিহাস নিয়ে এই পোস্ট এ থাকছে বিশেষ রচনা, 

যারা সিনেমা সম্পর্কে জানেন তারা তাদের রচনা লিখে Microsoft Word ( .doc format ) এ dhallywoodreporter@gmail.com এই email address এ আপনার 
পরিচয় সহ পাঠান। আমারা আপনার লিখা পরিচয় সহ পোস্ট করব। 




স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭৫ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছরই সেরা চলচ্চিত্র নির্বাচন করা হয় সে হিসেবে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে সেরা সিনেমাগুলোকে শনাক্ত করতে গিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রের তালিকাকেই অনুসরণ করতে হয় কেননা নিয়ে এখন পর্যন্ত কোনো মানদণ্ড আমরা ঠিক করতে পারিনি ১৯৭৫ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত যেসব চলচ্চিত্রকে বিভিন্ন শাখায় শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে তাদের তালিকা ( bdnews24 থেকে সংগ্রহ )। 


First Bangladeshi Movie. This Film Duration time is 01.00 min (50 fit). 
   


যারা চলচ্চিত্র নিয়ে কাজ করেন, তাদের সবারই জানা, ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর প্যারিসে অগাস্ট লুমিয়ের (১৮৬২-১৯৫৪) লুই লুমিয়ের (১৮৬৪-১৯৪৮) নামে দুই ভাই প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন ৫০ ফিট দৈর্ঘ্যরে মিনিট স্থায়ী চলচ্চিত্রটি প্রদর্শিত হয় হোটেল ডি ক্যাফেতে

অবিভক্ত বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে হীরালাল সেনের নাম স্বীকৃত বিভিন্ন স্থানে অভিনীত নাটকের খণ্ডিত অংশের চিত্রায়ণ করে ১৯০১ সালের ফেব্রুয়ারি কলকাতার ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শন করেন তিনি সেই সময়েরসীতারাম’, ‘আলীবাবা’, ‘দোললীলা’, ‘ভ্রমর’, ‘হরিরাজ বুদ্ধপ্রভৃতি জনপ্রিয় নাটক পরিবেশনার বিশেষ বিশেষ অংশ ক্যামেরায় ধারণ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে প্রদর্শন করে তিনি বাঙালির চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রবল সম্ভাবনার দ্বার উন্মোচন করেন প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপনচিত্র এবং সংবাদচিত্র নির্মাণের পথিকৃৎ হিসেবেও হীরালাল সেন পরিচিত

Next Link-
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment