ঈদুল ফিতর উপলক্ষে বাজারে এসেছে ‘বিলবোর্ড’ ও ‘অনুভূতি’ শিরোনামের দু’টি মিক্সড অ্যালবাম। অ্যালবাম দু’টির মোড়ক উন্মোচন করেন দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদ। অ্যালবাম দু’টি প্রকাশ করেছে অডিও প্রযোজনা সংস্থা ভয়েস লাইন বিডি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কণ্ঠশিল্পীদের উপস্থিতিতে জানানো হয়, ‘বিলবোর্ড’ সাজানো হয়েছে ছয়টি ব্যান্ড দলের গান নিয়ে। দলগুলো হলো একতারা, স্বপ্ন রাজ্য, প্যারিস রোড, শেফার্ড, ব্যাগ প্যাকার্স এবং শাকিল অ্যান্ড ফ্রেন্ডস।
‘অনুভূতি’তে স্থান পেয়েছে ১২টি আধুনিক গান। এর মধ্যে চারটি গান ডুয়েট। কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন শহীদ, কনিকা, রিয়াদ বাবু এবং আহমেদ নাঈম।
ভয়েস লাইন বিডির চেয়ারম্যান নাজমুল হোসেন এই বিষয়ে গ্লিটজকে হিরন বলেন, হিন্দি গানের ওপর বাংলাদেশের মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে। এজন্য দুই ধরনের দু’টি মিক্সড অ্যালবাম প্রকাশ করেছি আমরা। ব্যান্ড সঙ্গীত হচ্ছে তরুণ প্রজন্মের জন্য সঙ্গীতের প্রেরণা। আর আধুনিক গান সব বয়সি মানুষেরই ভালো লাগে।
0 comments:
Post a Comment