ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার প্রথম একক অ্যালবাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট ১’ প্রকাশিত হয়েছে। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীত করেছেন কণ্ঠশিল্পী তৌসিফ। এর আগে তৌসিফ অন্যের দু’একটি গানে সুর-সঙ্গীত করলেও এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ অ্যালবামের সুর ও সঙ্গীত করলেন। ঈদকে সামনে রেখে অ্যালবামটি বাজারে এনেছে ‘জি সিরিজে’র অঙ্গ প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’।
অ্যালবামের গানগুলো লিখেছেন তৌসিফ, আই.আর সুজন, ফয়সাল রাব্বীকিন, মিলন, রবিউল ইসলাম জীবন ও সারোয়ার সুমন। অ্যালবামের ‘মন’ শিরোনামের দ্বৈত গানে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ। অন্য গানগুলো হলো একি মায়া, জানলেনা তুমি, নেশা নেশা, খেয়ালে, প্রজাপতি মন, যাও পাখি, মেঘের মিতালী, পাড়া পড়শী।
৮ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবর রহমান ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ, হাবিব, অ্যালবামটির সুর ও সঙ্গীতায়োজক তৌসিফ, গীতিকার শফিক তুহিন, ক্লোজআপ ওয়ান খ্যাত সাজু, অগ্নিবীণা প্রোডাকশন্স কর্ণধার নাজমুল হক ভূইয়া প্রমুখ।
লিজা জানিয়েছেন, ইতোমধ্যেই অ্যালবামটির ‘নেশা নেশা’ গানের ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটির মূল মডেল হিসেবে কাজ করেছেন প্রিয়াংকা। পাশাপাশি লিজাও অংশ নিয়েছেন।
0 comments:
Post a Comment