মিলন মাহমুদের 'পরবাস' প্রকাশিত



গীতিকার, সুরকার কণ্ঠশিল্পী মিলন মাহমুদের ৭ম একক অ্যালবামপরবাসপ্রকাশিত হয়েছে শিল্পী অ্যালবামটি সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন অ্যালবামের নয়টি গানের মধ্যে আটটির কথা লিখেছেন শিল্পী নিজে বাকি একটি গানের কথা লিখেছেন অনিন্দিতা শাহনাজ সবগুলো গানের সুর করেছেন মিলন মাহমুদ সঙ্গীতায়োজন করেছেন বনি আহমেদ এফএ সুমন এটি ঈদ উপলক্ষে বাজারে এনেছে জি-সিরিজের অগ্নিবীণা

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, ‘পরবাসমিলন মাহমুদের সপ্তম একক হলেও এটি তার দ্বিতীয় লোকগানের অ্যালবাম গানগুলোতে লোকধাঁচের সঙ্গে থাকছে আধ্যত্মবাদ, আত্মদৈন্য, প্রেম মৃত্যুভয়ের মিশ্রণ

মিলন বলেন, ‘নতুন করে ঐতিহ্যবাহী লোকগান গাওয়ার বিপক্ষে আমি নই সবাই যদি নিজে কিছু নতুন গান লেখা এবং গাওয়ার চেষ্টা করেন, তবে আমাদের সংস্কৃতি আরো সমৃদ্ধ হয় আমি বরাবরের মতো এই অ্যালবামেও সেই চেষ্টা অব্যাহত রেখেছি

অ্যালবামেরবিদায়গানটি আরিফ নামের একজন অটিস্টিক শিশুকে উৎসর্গ করেছেন শিল্পী অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন আরিফের বাবা-মা শামীম ফারহানা তাদের সঙ্গে ছিলেন মিলন মাহমুদ, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূইয়া খালিদ কণ্ঠশিল্পী বালাম, গীতিকার এবং জুলফিকার রাসেল

মিলনের প্রথম অ্যালবামধ্যান২০০৫ সালে প্রকাশিত হয় এরপর আহ্বান২০০৬ সালে, ‘চারিদিকে কোলাহল২০০৭ সালে, ‘গোপনে২০০৯ সালে, ‘মন যমুনা২০১০ সালে স্বপ্নডানা২০১১ সালে প্রকাশিত হয়েছে


Opening Day Record, AK Tha Tiger ''এক থা টাইগার'


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment