সমালোচক,
দর্শক এবং মিডিয়া- সবার কাছ থেকে ভালো রিভিউ পাওয়া স্বত্ত্বেও বক্স অফিসে আশানুরূপ ফল পাচ্ছে না শ্রীদেবীর কামব্যাক সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’। এটির প্রিমিয়ার
অত্যন্ত সফল হলেও মুক্তির দিন থেকেই সাফল্যের দেখা পেতে সংগ্রাম করতে হচ্ছে সিনেমাটিকে। খবর ইন্দো
এশিয়ান নিউজ সার্ভিস-এর।
এ
ব্যাপারে সিনেম্যাক্স মুম্বাই এর গিরিশ ওয়াংখেড়ে বলেছেন, ‘সিনেমাটির জন্য আমরা যে পরিমাণ সাড়া সবার কাছ থেকে পেয়েছি, তা খুবই ভালো। প্রথম দিনে
এটির আয় সাধারণ মানের ছিলো। আশা করছি
রোববারে এর আয় ৬৫ শতাংশ বৃদ্ধি পাবে। এই আশাবাদের
কারণ, এটি খুবই ভালো একটি সিনেমা।’
সংবাদমাধ্যমকে
অনেকটা একই ধরণের কথা বলেছেন দিল্লীর একজন হল মালিক জোগীন্দর মহাজন। তিনি বলেছেন,
‘মিডিয়া সিনেমাটিকে ভালোভাবেই গ্রহণ করেছে, কিন্তু দিল্লীতে এটির মুক্তির দিনে আয় ছিলো মূলধনের মাত্র ৫-১০ শতাংশ। আশা করছি
আয়ের হার কয়েক দিনের মধ্যেই বাড়বে।’
গৌরী
শিন্ডে পরিচালিত এই কমেডি সিনেমাটির মধ্য দিয়েই ১৫ বছর পর অভিনয়ে ফিরে এসেছেন শ্রীদেবী। সিনেমাটির কাহিনী
গড়ে উঠেছে ইংরেজি না জানা এক ভারতীয় গৃহবধূকে নিয়ে যিনি নিউইয়র্কে গিয়ে একটি ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হন। সিনেমাটি এ
বছরের টরন্টো ফিল্ম ফেস্টিভালে প্রথমবারের মতো প্রদর্শিত হয়, এবং সেখান ব্যাপক সাড়া জাগায়।
0 comments:
Post a Comment