এর
আগে ভারতীয় টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’ হৈচৈই ফেলে দিয়েছিলো চতুর্থ এবং পঞ্চম সিজনে যথাক্রমে পামেলা এন্ডারসন এবং সানি লিওনের মতো তারকাকে হাজির করে। এবারো
আয়োজকরা তেমনই পরিকল্পনা করেছেন বলে আঁচ ছিলো। ‘বিগ বস
৬’ এর প্রমো প্রচারের শুরু থেকেই, এতে হলিউডি তারকা কিম কার্দাশিয়ান থাকছেন, এমন একটা ধারণাও ছড়ানো হয়েছিলো। কিন্তু ওই
ধারণা যে সত্য নয়, সেটি ফাঁস করেছেন কিম নিজেই। জানিয়েছেন, ওই
অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই তার। খবর জি
নিউজ ব্যুরোর।
বিষয়টি
নিশ্চিত করার জন্য কিম বেছে নিয়েছেন তার টুইটার অ্যাকাউন্টকেই। সেখানে তার
ফলোয়ারদের উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘খবর বেরিয়েছিলো, ‘বিগ বস ৬’-এ দেখা যাবে কিম কার্দাশিয়ানকে। এটি সত্য
নয়।’
‘বিগ
বস ৬’-এ তাকে দেখা না গেলেও, কিম যথারীতি ব্যাস্ত তার আসন্ন রিয়ালিটি শো ‘কিম অ্যান্ড কোর্টনি টেক মায়ামি’ এর শুটিং নিয়ে। অনুষ্ঠানটির জন্য
বোন কোর্টনির সঙ্গে মায়ামির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শুটিং করছেন তিনি। সেসব শুটিং
এর কিছু ছবিও তিনি শেয়ার করেছেন টুইটারে। সেখানে লিখেছেন,
‘আমরা খুবই উচ্ছ¡সিত। অবশেষে মায়ামিকে নিজেদের
বাড়ি বানিয়ে নিয়েছি!’
0 comments:
Post a Comment