অভিনেতা টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কেটি হোমসকে দেখা যাচ্ছে অভিনেতা জেরেমি স্ট্রংয়ের সঙ্গে সময় কাটাতে। আর সেখান থেকেই গুজব রটেছে, টমের পর এবার জেরেমিতেই থিতু হবার পরিকল্পনা করছেন কেটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সাভির্স-এর।
ডেইলি মেইল জানিয়েছে, কেটি ও জেরেমিকে সম্প্রতি দেখা গেছে কফি হাতে ব্রডওয়েতে দিনের বেলায় একটি মঞ্চ নাটক ‘ইফ ইউ হ্যাভেন’ট ফাউন্ড ইট ইয়েট’ দেখতে। দু’জনের প্রথম পরিচয় হয় ২০১০ সালে ‘দি রোমান্টিকস’ সিনেমার মাধ্যমে। সেখানে সহশিল্পী হিসেবে কাজ করলেও এরপর তাদের দেখা হয় সিনেমাটি মুক্তি দেওয়ার সময়।
কেটিকে সেদিন দেখা গেছে, প্রিন্টেড স্কার্টের সঙ্গে ক্রিম রংয়ের শার্ট ও কালো জুতা পায়ে। একমাত্র মেয়ে সুরিকে সঙ্গে নিয়েই সেখানে নাটকটি দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি।
0 comments:
Post a Comment