৫ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৫৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’। শাহিন সুমন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক ঘটছে বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহির।
প্রযোজক ও মাল্টিমিডিয়ার অন্যতম কর্ণধার মনোয়ার এহতেশাম শীশ গ্লিটজকে বলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য যশোরের মনিহার, ঢাকার সনি, রাজমনি, সিরাজগঞ্জের রজনীগন্ধাসহ দেশের ৫৮টি হলে ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তিতে সিনেমা প্রদর্শনের প্রস্তুতি শেষ হয়েছে। এ ছাড়া আলোকসজ্জার মাধ্যমে প্রতিটি সিনেমা হল সাজানো হচ্ছে নব রূপে। পাশাপাশি থাকছে লটারি এবং কুইজের ব্যবস্থাও।
তিনি আরও বলেন, আমাদের এতো আয়োজন কেবল দেশীয় চলচ্চিত্রশিল্পকে পুণরুদ্ধার করা জন্য। কেবল ব্যবসায়ীক সফল্যের জন্য নয়।
‘ভালোবাসার রঙ’-এ আরও অভিনয় করেছেন রাজ্জাক, সুব্রত, কাবিলা, জেসমিন, রেবেকা এবং অমিত হাসান।
সিনেমাটির মিডিয়া পার্টনার রেডিও টুডে এবং এটিএন বাংলা।
0 comments:
Post a Comment