লাক্স তারকা খ্যাত মডেল-অভিনেত্রী রাখি শ্রীলংকান পরিচালক দিলন ডি সিলভার পরিচালনায় ‘ইওর লাভ’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। অগাস্ট মাসে শ্রীলংকায় কণ্ঠশিল্পী কণার গাওয়া এই ভিডিওর শুটিং হয়েছে।
এ প্রসঙ্গে রাখি গ্লিটজকে বলেছেন, ‘এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলাম। শ্রীলংকান পরিচালক দিলন ডি সিলভার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। শুরুটা কণা আপুর মতো একজন ভালো শিল্পীর গান দিয়ে করতে পেরে খুব ভালো লাগছে।’
কণার তৃতীয় একক ‘সিম্পলি কণা’ থেকে নেওয়া এই গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর করেছেন শ্রীলংকান সঙ্গীত পরিচালক ইরাজ। এটি প্রযোজনা এবং প্রকাশ করছে অডিও প্রযোজনা সংস্থা ডেডলাইন মিউজিক।
0 comments:
Post a Comment