Keira Christina Knightley is an English actress and model. She began acting as a child on television and made her film debut in 1995. Wikipedia
Keira Knightley Profile
Born: March 26, 1985 (age 27), Teddington
Height: 1.70 m
Siblings: Caleb Knightley
Awards: People's Choice Award for Favorite Female Action Star, More
Parents: Will Knightley, Sharman Macdonald
নাচ নিয়ে চিন্তিত কিরা নাইটলি
আসন্ন সিনেমা ‘আন্না কারেনিনা’-এ নিজের ডান্স স্টেপ নিয়ে কিছুটা চিন্তিত বৃটিশ অভিনেত্রী কিরা নাইটলি। এ বিষয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, যেখানে তার সহঅভিনেতারা খুব সহজেই স্টেপগুলো আয়ত্ত্বে নিয়েছেন, সেখানে একই বিষয়গুলো আয়ত্ত্বে নিতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।
জো রাইট পরিচালিত এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ২৭ বছর বয়সি এ বৃটিশ অভিনেত্রী। কন্টাক্টমিউজিকের বরাতে নাইটলি বলেছেন, ‘আমি ভাবতাম, খুব সহজেই আমি যে কোনো কিছু আয়ত্ত করতে পারি। কিন্তু যে ডান্স স্টেপগুলো অ্যারন মাত্র ৫ সেকেন্ডেই তুলতে পারছিলো, সেগুলো আয়ত্ত করতে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছিলো।’
তবে রাইট জানান, ‘নাইটলির সহঅভিনেতা টেইলর এবং জনসনের জন্যও ডান্স স্টেপগুলো ততোটা সহজ ছিলো না, যতোটা নাইটলি ভাবছেন। এ স্টেপগুলো শুটিংয়ের সময় অ্যারন কিছুটা অসুস্থ ছিলেন এবং তিনি পুরো লাল হয়ে গিয়েছিলেন।’
Opening Day Record, AK Tha Tiger ''এক থা টাইগার'
0 comments:
Post a Comment