মুক্তি পাবার পর প্রথম দিনেই ৩০ কোটি রুপি আয় করে আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে সালমানের অভিনীত স্পাই থ্রিলারটি। এর আগে
মুক্তির প্রথম দিনে সাড়ে ২১ কোটি রুপি আয় করে শীর্ষে ছিলো হৃত্তি¡ক রোশানের ‘অগ্নিপথ’।বলিউডি অভিনেতা সালমান খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অনেকদিনের প্রতীক্ষিত সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তির প্রথম দিনেই রেকর্ড পরিমাণ আয় করেছে। খবর জানিয়েছে এনডিটিভি।
তবে আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে এবারে বলিউডের ইতিহাসে এখনো পর্যন্ত প্রথম দিনে সর্বাধিক আয়কারী সিনেমা হিসেবে নাম লেখালো ‘এক থা টাইগার’।
ধারণা করা হচ্ছে, কোনো বলিউডি সিনেমার জন্য এটাই হবে এখন পর্যন্ত সবচেয়ে সেরা প্রথম দিনের ওপেনিং। যদিও এ বিষয়ে এখনই বলিউড বোদ্ধারা কোনো মতামত প্রকাশ করছেন না।
0 comments:
Post a Comment