'ডার্ক নাইট রাইজেস' স্পটেই শুটিং হচ্ছে 'ধুম থ্রি'
শিকাগোতে শুরু হয়েছে বলিউডি সিনেমা ‘ধুম থ্রি’-এর শুটিং। সিনেমাটির জন্য নির্ধারিত কালো রংয়ের একটি বাইকে চড়ে ইতোমধ্যেই কিছু অ্যাকশন দৃশ্যের কাজ শেষ করে ফেলেছেন সিনেমাটির অন্যতম প্রধান অভিনেতা আমির খান। মজার ব্যাপার হলো, আমিরের দৃশ্যের শুটিং করা হচ্ছে যেখানে, ঠিক সেখানেই এর আগে ক্রিস্টোফার নোলান পরিচালিত হলিউডি সিনেমা ‘দি ডার্ক নাইট রাইজেস’-এর শুটিং হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস-এর।
দৃশ্যটিতে কালো এবং ধ‚সর রংয়ের একটি বাইকার্স স্যুট পরিহিত অবস্থায় দেখা গেছে আমিরকে। শুটিং শেষে সেখানে সমাগত ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সম্ভাষণও জানিয়েছেন এ অভিনেতা।
২০১৩ সালে মুক্তির জন্য নির্ধারিত এই সিনেমাতে আমিরের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এই সিরিজের আগের দু’টি সিনেমার মতো এই সিনেমাটিরও প্রযোজনা করছে যশ রাজ এবং এর চিত্রনাট্য লিখেছেন বিজয় কৃষ্ণ আচার্য।
0 comments:
Post a Comment