যশ চোপড়া পরিচালিত নতুন সিনেমার কাজে বলিউডি অভিনেতা শাহরুখ খান এখন অবস্থান করছেন কাশ্মিরে। সেখানে গুলমার্গ শহরের সেই হোটেলটিতেই থাকছেন তিনি, যেখানে ১৯৭৩ সালের হিট রোমান্টিক সিনেমা ‘ববি’র শুটিং হয়েছিলো। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
হোটেলটির ৩০৫ নাম্বার কক্ষ, যেখানে ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘হাম তুম এক কামরে মে বন্ধ হো’ গানের শুটিং হয়েছিলো, ঠিক সেই কক্ষটিতেই এখন থাকছেন শাহরুখ।
এ নিয়ে ৪ সেপ্টেম্বর সকালে টুইটও করেছেন শাহরুখ। সেখানে তিনি লিখেছেন, ‘আমি থাকছি ৩০৫ নম্বরে; এই রুমেই ‘ববি’ সিনেমারর ‘হাম তুম এক কামরে মে বন্ধ হো’ গানটির শুটিং হয়েছিলো। দারুণ লাগছে এখানে থাকতে। চিন্তা করছি, রুমের চাবি হারিয়ে ফেলবো কিনা! হা হা।’
গুলমার্গ শহরের ‘হাইল্যান্ড পার্ক’ নামের এই হোটেলেই রাজ কাপুর নির্মিত ১৯৭৩ সালের এই সিনেমাটির অনেক শুটিং হয়েছিলো। শুটিং এর জন্য সম্প্রতি এখানে অবস্থান করলেও, ৫ সেপ্টেম্বর শ্রীনগরে ফিরে যাবেন শাহরুখ। সেখানে ৬ সেপ্টেম্বর সকালে আধ ঘন্টার একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে ৪৬ বছর বয়সি শাহরুখের।
যশ চোপড়া পরিচালিত নাম ঠিক না হওয়া এই সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। এখানে তিনি সমর নামের একজন আর্মি অফিসারেরর চরিত্রে অভিনয় করছেন।
0 comments:
Post a Comment