বলিউডি অভিনেত্রী কাঙ্গনা রানাউত বরারবরই তার স্টাইলিশ লুকের জন্য পরিচিত। এবার তাকেই কিনা অভিনয় করতে হবে ফ্যাশন না জানা গ্ল্যামারহীন একটি চরিত্রে! পরবর্তী সিনেমায় কাঙ্গনাকে এমন চেহারা দিতেই এখন তাই আদাজল খেয়ে লেগেছেন তার পোশাকের ডিজাইনার রুশি শর্মা এবং মানসি নাথ। খবর মিডডের।
বর্তমানে প্যারিসে শুটিং চলতে থাকা এই সিনেমায় কাঙ্গনা অভিনয় করছেন দিল্লী থেকে আসা এক সাদাসিধে তরুণীর ভ‚মিকায়; যার ফ্যাশনের কোনো ধারণাই নেই। গ্ল্যামারবিহীন এই চরিত্রে কাঙ্গনার পোশাক-আশাক কেমন হবে, এ নিয়ে এখন রীতিমতো গবেষণাই করতে হচ্ছে ডিজাইনারদ্বয়কে।
বিষয়টি নিয়ে একটি সূত্র জানিয়েছে, ‘কাঙ্গনাকে নিয়ে ডিজাইনারদ্বয় এক দীর্ঘ বৈঠকে বসার পর সিনেমাটিতে তিনি কি কি পোশাক পরবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তাদের ঘণ্টার পর ঘণ্টা কঠিন পরিশ্রম করতে হয়েছে।’
বিষয়টি নিয়ে রুশি এবং মানসি জানিয়েছেন, ‘কাঙ্গনা অত্যন্ত গ্ল্যামারস এবং তিনি যাই পরেন, তাতেই তাকে অনেক স্টাইলিশ দেখায়। আর একারণেই তাকে নন গ্ল্যামারাসভাবে দেখানোটা আমাদের জন্য কঠিন কাজই বটে। তবে এ ব্যাপারে তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। ফলে এখন আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে।’
0 comments:
Post a Comment