অভিনয় শিল্পী ওমর সানী ও মৌসুমির পুত্র ফারদিন এহসান স্বাধীন একটি টিভি নাটক রচনা ও পরিচালনা করছেন।
' ফলস' নাটকের শুটিং শুরু হয়েছে ২ অগাস্ট উত্তরায়। স্বাধীন অষ্টম শ্রেণীতে পড়ে। স্বাধীন বলে- এই নাটকের গল্প দিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম। তথ্যচিত্রটি আম্মুকে দেখালে তিনি খুভ প্রশংসা করেন।
তার পর বাবা ও রাজ আঙ্কেল বেশ উৎসাহ দেন। ইচ্ছা আছে বিভিন্ন ছুতিতে নিয়মিত নাটক বানানোর।
0 comments:
Post a Comment