এক পায়ে নূপুরখ্যাত কণ্ঠশিল্পী তপু ২৪ অগাস্ট নাজিবা সেলিমের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হবেন। পারিবারিকভাবে তাদের আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছর আয়োজন করা হবে তাদের বিয়েপরবর্তী সংবর্ধনা। নাজিবা এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
তপু বলেন, ‘আমরা তিন বছর ধরে পরিচিত। একজন আরেকজনকে পছন্দ করি। এটা পরিবারে জানানোর পর সবাই আমাদের এই আকদের আয়োজন করেছে। সেদিন ঠিক হবে আগামী বছরের কবে আমাদের বিয়ে পরবর্তী সংবর্ধনার আয়োজন করা হবে।’
ঈদুল ফিতরে প্রিন্স মাহমুদের সুরে মিক্সড অ্যালবাম ‘নির্বাচিতা’য় একটি গানে কণ্ঠ দিয়েছেন তপু। এটি প্রকাশ করছে জি-সিরিজ। এছাড়া ঈদুল আযহাতে আসবে তপুর নতুন একক অ্যালবাম।
0 comments:
Post a Comment