'মায়া'র ফাঁদে শুভ




সম্প্রতি তৈরি হয়েছে একক নাটকমায়া এতে ইতিহাস সন্ধানী এক যুবক এবং তথ্যচিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ পেশাগত কারণে তিনি একটি ঐতিহাসিক স্থানে বেড়াতে গিয়ে একমায়াবিনী পাতা ফাঁদে জড়িয়ে পড়েন সেখানে ঘটে নানা অদ্ভুত ঘটনা এম কে এইচ ফুয়াদ রচিত, মেহেদী খান জেহাদ পরিচালিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফুয়াদ, ফারহানা ইভা, শাকিল, লীনা ফেরদৌসী প্রমুখ

নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি দেশের বিভিন্ন স্থান ঘুরে নানান পুরাকীর্তি আর ঐতিহাসিক স্থান নিয়ে তথ্যচিত্র তৈরি করি এটাই আমার নেশা এই কাজে আমাকে সাহায্য করে পাড়ার ছোট ভাই নোমান হঠাৎ একদিন নোমানের এক পরিচিত বড় ভাইয়ের কর্মস্থলে একটি পুরোনো জমিদার বাড়ির খবর পেয়ে সেখানে বেড়াতে যাই আমরা উদ্দেশ্য থাকে বেড়ানোর পাশাপাশি পুরোনো বাড়িটি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবআয়না মহলনামে ওই জমিদার বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওখানে রাতে থেকে যাই আমরা সে রাতেই আমি এক মায়াবিনীর মায়ার ফাঁদে জড়িয়ে যাই রাত শেষ না হতেই মিষ্টি গলার একটি মেয়ে গান গাইতে থাকে আমি বের হয়ে তাকে খুঁজতে থাকি সে গানের সুর বশ করে আমাকে দিনের আলোতেও আমি ওই মায়াবিনী আর তার গানের মায়া থেকে বের হয়ে আসতে পারি না এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প এক পর্যায়ে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা মুখোমুখি হই বিভিন্ন বাস্তব আর ভৌতিক ঘটনার আর দুয়ের মাঝামাঝি ঘোর লাগানো প্রেম এবং প্রতিহিংসার প্রশ্নবোধক এক গল্প নিয়েই তৈরি করা হয়েছে নাটকমায়া

পরিচালক জেহাদ বলেন, ‘আমরা সবাই ভালো একটি কাজের চেষ্টা করেছি আশা করছি নাটকটি ভালো লাগবে সবার

নাটকটি ১১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment