বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা ‘মাই নেম ইজ খান’-এর মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২৮ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে তার কণ্ঠধারণ করা হয়।
গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত করেছেন আলী আকরাম শুভ। দ্বৈত এ গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুন।
আসিফ বলেন, ‘দর্শকদের অনুরোধে আবার প্লেব্যাকে ফিরছি। ২০১০ সালের প্রথম দিকে প্লেব্যাক থেকে স্বচ্ছায় অবসর নিয়েছিলাম নানা অনিয়মের কারণে। এখন চেষ্টা করবো তা দূর করার। আমার পরবর্তী অ্যালবামটি ২০১৩ সাল নাগাদ প্রকাশ করতে পারবো বলে আশা করছি।’
0 comments:
Post a Comment