শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমাটি ৫ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
পরিচালক সুমন বলেন, আসলে এ সিনেমাটি নিয়ে এতো আলোচনা হচ্ছে যে এখানে নতুন করে আর বলার কিছু নেই। শুধু এটুকু বলবো, গতানুগতিক ফর্মূলার বাইরে গিয়ে পরিপূর্ণ ভিন্ন আঙ্গিকে নির্মিত এ সিনেমাটি হলবিমুখ দর্শকদেরও ঘর থেকে টেনে নিয়ে আসবে সিনেমা হলে।
জাজ মাল্টিমিডিয়ার একজন কর্ণধার শীষ মনোয়ার বলেন, ‘পুরনো প্রথাকে ভেঙ্গে নতুন কিছু উপহার দিতেই আমরা চলচ্চিত্রে এসেছি। আমরা উন্নত প্রযুক্তি নিয়ে মাঠে নেমেছি। পাশাপাশি খুব কম খরচে হল মালিকরাও যেন সিনেমাটি নিয়ে বেশি লাভ করতে পারে, সেরকম কিছু পরিকল্পনাও হাতে নিয়েছি। আমরা দেশের প্রায় সবক’টি সিনেমা হলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার বিশাল একটা পরিকল্পনা করেছি। ভালোবাসার রঙ দিয়েই সে যাত্রা শুরু হচ্ছে।’
শীষ আরো জানান, একটি আইটেম গানে প্রায় ২০ লাখ টাকা খরচ করতে হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন মিলা এবং পারফর্ম করেছেন লাক্স তারকা খ্যাত বিপাশা। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুব্রত, কাবিলা, জেসমিন, রেবেকা এবং অমিত হাসান।
0 comments:
Post a Comment