‘হিরোইন’ সিনেমার আইটেম গান ‘হালকাট জাওয়ানি’তে বলিউডি অভিনেত্রী কারিনা কাপুরের পরনে ছিলো উজ্জ্বল গোলাপী রঙের একটি শাড়ি। তার সঙ্গে তিনি পরেছিলেন গাঢ় নীল রঙের একটি ব্লাউজ। সিনেমাটির ট্রেইলার প্রদর্শন শুরু হওয়ার পরপরই কারিনার ওই পোশাক আলোড়ন তুলেছিলো বলিউড জুড়ে। এবার একটি দাতব্য সংস্থার জন্য সেই শাড়িটিই নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর মিডডের।
বিষয়টি নিয়ে একটি সূত্র জানায়, ‘নিলাম থেকে পাওয়া অর্থ একটি দাতব্য সংস্থার জন্য ব্যয় করা হবে। সংস্থাটির সঙ্গে কারিনা নিজেই জড়িত আছেন অনেকদিন ধরে।’
উল্লেখ্য, মনিশ মালহোত্রার নকশা করা এই শাড়িটি এবারের মুম্বাই ফ্যাশন উইকেও বেশ আলোড়ন তুলেছিলো।
0 comments:
Post a Comment