পুরো
বলিউড যখন অক্টোবর মাসের ১৬ তারিখে উদযাপন করবে সাইফিনার বিয়ের উৎসব, তখন কারিনা নিজে তার ‘শাদি কা লাড্ডু’ অর্থাৎ বিয়ের লাড্ডু থেকে অনেকটা দূরেই থাকবেন। কারণ, বিয়ের
দিনটিতে যেন তাকেই সবচাইতে সুন্দর দেখায়, তাই বিয়ের আগে ‘স্পেশাল ডায়েট’ প্ল্যান অনুসরণ করবেন কারিনা। খবর মিডডের।
সূত্র
জানিয়েছে, এবার ঠিক ‘সাইজ জিরো’ নয় তবে বিয়ের পোশাকের জন্য মানানসই ফিগারের উদ্দেশ্যে এতোদিনের বাড়তি মেদ ঝরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা।
সূত্রটি
আরও জানায়, এই ‘স্পেশাল ডায়েট’ কারিনাকে ‘দাবাং’ সিনেমার সিকুয়ালে নতুন একটি আইটেম সং-এর প্রস্তুতিতে বেশ সাহায্য করবে।
মিডডের
এক সংবাদদাতা জানান, ‘কারিনা এখন একটি বিশেষ ধরনের নিয়ম মেনে খাবার গ্রহণ করছেন; যেখানে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, কম মাত্রায় কার্বোহাইড্রেট এবং অনেক অনেক ফলের রস। শুধু এটাই
নয়, তিনি যোগ ব্যায়ামও করছেন। এমনকি যোগ
ব্যায়ামের প্রাথমিক নিয়মগুলো শেখার জন্য তিনি একজন শিক্ষকের ব্যবস্থাও করেছেন।’
কারিনার
মুখপাত্র জানিয়েছেন, ‘কারিনা নিজের লুক নিয়ে গবেষণা করতে খুবই পছন্দ করেন। আর তাই
তিনি বারবার নতুন নতুন ডায়েট প্ল্যান অনুসরণ করেন। তবে তিনি
‘সাইজ জিরো’ ফিগারে ফিরে যেতে চান না। তিনি
তার শরীরকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করে তুলতে চান।’
0 comments:
Post a Comment